তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৫:৪৯
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ওপর ক্রেন উল্টে পড়ে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। তিন ঘণ্টা পর ক্রেনটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকার ওই অংশে রেলপথের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনটি উল্টে রেললাইনের ওপর পড়ে যায়। পরে খবর পেয়ে বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ রেলপথঘেঁষা সড়ক পথের কাজও করছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ সময় উচু একটি ক্রেন দিয়ে রেলওয়ের লোকজন রেলপথের স্লিপার বসানোর কাজ করছিলেন।
হঠাৎ নিয়ন্ত্রণহীন হয়ে ক্রেনটি উল্টে পড়ে রেললাইনের ওপরে। পরে তারা বিভিন্নভাবে উল্টে পড়া ক্রেনটি সরানোর চেষ্টা করে। কিন্তু ক্রেনটি বেশ বড় হওয়াতে সরানো যায়নি।
সূত্র জানায়, এ ঘটনায় শ্রীপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস, কাওরাইদ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার এক্সপ্রেস, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকা ছিল। পরে ক্রেন সরানো হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন-অর রশিদ জানান, রেলপথের জন্য আনা স্লিপার নামানোর সময় ক্রেনটি উল্টে পড়েছিল। পরে এক্সকাভেটর দিয়ে ক্রেনটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।