রাতে কমতে পারে তাপমাত্রা : আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২, ০৫:২৩

রাতে কমতে পারে তাপমাত্রা : আবহাওয়া অধিদপ্তর

উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে সারাদেশে হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। এছাড়া উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যে শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই রাতে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে করে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়া বইছে, এটা শীতের আগাম বার্তা। এছাড়া চলতি বছর নির্ধারিত সময়ের আগেই শীত পড়তে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

তিনি আরও জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইতোমধ্যে শীত পড়ে গেছে। সেখানে ভোরে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত আসতে কিছুটা সময় লাগতে পারে। দক্ষিণাঞ্চলে শীত আরও দেরিতে পড়বে। সারাদেশে আজ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ১, রাজশাহীতে ১৯ দশমিক ৫, রংপুরে ২০ দশমিক ৮, ময়মনসিংহে ২০ দশমিক ৫, সিলেটে ২১ দশমিক ৭, চট্টগ্রামে ২৪ দশমিক ৪, খুলনায় ২০ দশমিক ২ ও বরিশালে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top