তিশা বলেন, প্রীতিলতা প্রত্যেকটি নারীর অনুপ্রেরণার গল্প
অপেক্ষার অবসান! বীরকন্যা প্রীতিলতার মুক্তি ১৮ নভেম্বর
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২, ০৫:৪৬
সারা ভারতের স্বাধীনতার স্বপ্নকে আন্দোলিত করেছিল চট্টগ্রামের যুববিদ্রোহ। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে সাহসিকতাপূর্ণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম চারদিন স্বাধীন ছিল। ২০০ বছরের ব্রিটিশ শাসন-শোষণের শৃঙ্খল মোচনে, বীর চট্টলার মাটিতে জন্ম নেয় বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। যিনি ব্রিটিশ প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে সফলভাবে হামলা করেন।
প্রীতিলতার আত্মাহুতির বীরচিত ঐতিহাসিক ঘটনার বিশদ বিবরণ নিয়ে নির্মিত হয়েছে ’বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।
এদিকে, ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর সিনেমাটির মুক্তিকে সামনে রেখে শুরুও হয়েছে প্রচার-প্রচারণা। চট্টগ্রাম থেকে শুরু হয়েছে সিনেমার প্রচার কার্যক্রম। আর ঢাকায় প্রচারণা শুরু হয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে।
নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, সিনেমার দৃশ্য ধারণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যেই সেন্সরও হবে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ নভেম্বর এটি মুক্তি পাবে।
তিশা বলেন, প্রীতিলতা প্রত্যেকটি নারীর অনুপ্রেরণার গল্প। আশা করছি সবাই সিনেমাটি দেখতে হলে যাবেন। সেখান থেকে অনেক কিছু শিখবেন। সবাই সিনেমাটি দেখলেই আমরা আরও কাজ করার সাহস পাব।
মনোজ প্রামাণিক বলেন, ছবিটি দেখলে ইতিহাসের অনেক কিছু জানা যাবে এবং একজন পরিপূর্ণ মানুষের সমাজ, দেশের প্রতি কী দায়বদ্ধতা রয়েছে সেটি জানা যাবে।
প্রদীপ ঘোষ জানান, এ উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩০-এর দশকের সেই সময়টা ছিল বিদ্রোহীর। ওই সময় নারী হয়ে বিদোহী হয়ে ওঠা ছিল সাহসের। প্রীতিলতার সাহসের ওই গল্পটিই আমরা এখানে তুলে এনেছি।
সিনেমাটিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পায় সিনেমাটি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।