রহস্যের জট খুলতে ১৫ ডিসেম্বর আসছে 'কারাগার পার্ট টু'
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২, ০৯:২৬
‘কারাগার–পার্ট ওয়ান’ এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মিরজাফরের খুনি বলে দাবি করে। এ রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে।
সেই জট খুলবে দ্বিতীয় পর্বে। কিন্তু কবে আসবে দ্বিতীয় কিস্তি? আর কবে খুলবে জট? তার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সে অপেক্ষার অবসান হতে চলেছে।
২৫০ বছর ধরে তিনি জীবিত। কিন্তু ৫০ বছর ধরে জেলে বন্দি, যার তালা খোলা হয়নি বহু বছর ধরে। সেখানেই এই রহস্যজনক আসামিকে দেখে চমকে ওঠে দু’বাংলার দর্শক। দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটের দাগ। কথাও বলতে পারছে না। ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি। রহস্য জিইয়ে রেখেই শেষ হয় চঞ্চল চৌধুরী অভিনিত কারাগারের প্রথম সিজন।
এবার সেই রহস্যের উন্মোচন হল ৪ নভেম্বর। জানা গেল পার্ট-২ মুক্তির তারিখ। এদিন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। এটির একদম শেষে স্ক্রিনে ভেসে ওঠে ‘কারাগার–পার্ট টু’র মুক্তির তারিখ। জানা গেল, ১৫ ডিসেম্বর আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি।
কারাগার পার্ট ২ এর ব্যাপারে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী জানান, এই পার্টে দর্শক পার্ট ওয়ানের চরিত্রদেরকেই আবার দেখতে পাবে কিন্তু একটু বিস্তারিতভাবে। পার্ট ওয়ানের যেসব দৃশ্য বা ঘটনা দর্শক মনে প্রশ্নের সঞ্চার করেছিল পার্ট ২ তে এবার সেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাছাড়া নতুন কিছু চরিত্রও থাকবে। নতুন কিছু দেখতে হলে অবশ্যই মুক্তির তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
এরআগে,সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার পার্ট ওয়ান’ এর গল্পে দেখা যায়, সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কী করে এলো এই কয়েদি?
গল্প বলার ভঙ্গি, দুর্দান্ত অভিনয়, ক্যামেরার কাজ, আবহ সংগীত, রঙ বিন্যাস থেকে শুরু করে সবকিছুই খুঁটিয়ে বিশ্লেষণ করে 'কারাগার' নিয়ে কথা বলছেন সবাই। বিশেষ করে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্র এবং তার অভিনয় নিয়ে মুগ্ধতার শেষ নেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।