উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ক্ষমতা দখলদাররা দেশকে পিছিয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২২:০০
পঁচাত্তরের পর ক্ষমতা দখলকারীরা দেশকে পিছিয়ে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২১ বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্যের মত মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার।
রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৭ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’ বাণিজ্যিক যাত্রার উদ্বোধনকালে এসব কথা বলেন।
নতুন উড়োজাহাজ ধ্রুবতারা উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশেগুলোর সাথে আকাশ পথে যোগাযোগ বৃদ্ধি করে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে তাঁর সরকার।
প্রধানমন্ত্রী বলেন, পচাত্তরের পর যারা রাষ্ট্রক্ষমতা দখল করেছে তারা নিজেদের আখের গুছিয়েছে। তাই দেশের উন্নয়ন না হয়ে বরং পিছিয়ে গেছে।
দেশের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সরকার এশিয়া অঞ্চলে আকাশ পথের যোগাযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও এসময় জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, কারাগারগুলো প্রকৃতপক্ষেই যেন সংশোধনাগার হয় সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মানুষের জানমালের নিরাপত্তায় সারাদেশে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হচ্ছে।
এসময় স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধিন দেশের বিভিন্ন স্থানে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন, ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরানিগঞ্জে মহিলা কারাগার ও এলপিজি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এনএফ৭১/আরআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।