বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখ থেকে অনলাইন ছাড়া ভূমিকর দেয়া যাবে না

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৭:২২

পহেলা বৈশাখ থেকে অনলাইন ছাড়া ভূমিকর দেয়া যাবে না

আগামী পহেলা বৈশাখ থেকে দেশের কোথাও অনলাইন ছাড়া ভূমিকর দেয়া যাবে না। সরাসরি অফিস গিয়ে ভূমিকর দেয়া বন্ধ বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

ভূমি ব্যবস্থাপনা সহজ করার জন্য ভূমি মালিকদের ল্যান্ড কার্ড দেয়ার উদ্যোগ প্রসঙ্গে ভূমি মন্ত্রী বলেন, এই কার্ডে একজন জমির মালিকের সকল তথ্য সংরক্ষণ করা হবে। ফলে এই মালিকের সকল তথ্য থাকবে। জমি বিক্রি সংক্রান্ত তথ্যও সংরক্ষণ করা থাকবে।

তিনি আরও বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ করছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা অনেকটা সাকসেসফুল বাট মাঠ পর্যায়ে সমস্যা এখনও রয়ে গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।



বিষয়: ভূমিকর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top