ফারদিন হত্যায় বুশরা জড়িত নন: ডিবি

হত্যাকে অন্যদিকে মোড় দেয়ার চেষ্টা চলছে: ফারদিনের বাবা

রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫৬

ফারদিন ও বুশরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ নিহতের ঘটনায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা জড়িত নন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ।

এদিকে, ফারদিন নূর পরশের বাবা কাজী নূরউদ্দিন রানা বলেছেন, পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে আত্নহত্যার কথা উল্লেখ থাকলে আমি তাতে নারাজি দেব। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর এখন ডিবি ও র‍্যাব আত্মহত্যার নাটক সাজাচ্ছে।

বৃহস্পতিবার তদন্ত নিয়ে অসন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, আমি ফারদিনের লাশ দেখেছি, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

এরআগে, বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ফারদিনের সহপাঠীরা। আগে হত্যা বললেও এখন পুলিশ কেন ‘আত্মহত্যা’ বলছে, সেই প্রমাণ দেখতে তারা ডিবি কার্যালয়ে যান।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকটা সন্তুষ্ট’। আলামত দেখার পর তা ‘প্রাসঙ্গিক’ মনে হচ্ছে। তবে কিছু জায়গায় হয়ত গ্যাপ আছে।

গত ৪ নভেম্বর রাজধানীর রামপুরা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় যান বুয়েটছাত্র ফারদিন নূর পরশ। নিখোঁজের তিনদিন পর (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ফারদিনের মরদেহ উদ্ধারের পর তার বাবা রাজধানীর রামপুরা থানায় মামলা করলে ফারদিনের বান্ধবী বুশরাকে আটক করে পুলিশ। তাকে রিমান্ডেও নেওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top