মেট্র্রোরেলের যাত্রীদের সেবায় নামানো হচ্ছে বিআরটিসির ৩০ টি দ্বিতল বাস

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৪৮

 বিআরটিসি বাস

আগামীকাল বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পর্যায়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার মেট্রোরেল চালু হবে।

উদ্বোধনের পরদিন থেকেই যাত্রীরা যাতায়াত শুরু করবেন এই পথে। যাত্রীদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য সরকারের পরিবহণ সংস্থা বিআরটিসি বিশেষ বাস চালুর উদ্যোগ নিয়েছে।

এ লক্ষ্যে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে গত ১৭ নভেম্বর চুক্তি সই হয়েছে। ২১ ডিসেম্বর বিআরটিসির বাসগুলো পরীক্ষামূলকভাবে চালিয়ে মহড়াও দিয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়া ৩০ শতাংশ কমানোর পরামর্শ

বিআরটিসি সূত্র জানিয়েছে, আগারগাঁও থেকে মতিঝিল পথে বিআরটিসির ২০টি দ্বিতল বাস চলাচল করবে। আর উত্তরার হাউজ বিল্ডিং থেকে দিয়াবাড়ির মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত চলবে ১০টি দ্বিতল বাস। মেট্রোরেলের যাত্রী চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top