কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না: কাদের
রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৪:০৫
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার মেট্রোরেল গুনগতমান ও টেকনোলজিতে অনেক এগিয়ে। ঢাকার মেট্রোরেলে শব্দদূষণ হবে না। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়েও আধুনিক।
তিনি বলেন, এই সরকারের সময়ের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পৌঁছে যাবে। টিকেট মেশিন নষ্ট হওয়ার বিষয়টি বাকা চোখে দেখার কিছু নেই। এটিতে অভ্যস্ত হতে আরো সময় লাগবে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসছে। জুন জুলাই নাগাত ঢাকা গাজীপুর রেপিড বাস ট্রান্সপোর্ট চালু করা হবে।
আরও পড়ুন: বিশ্ব মিডিয়ায় ঢাকার মেট্রোরেল
বিএনপি গণমিছিল সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কী দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরা সতর্ক পাহারায় থাকব।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে। ১০ তারিখের মতো আমরা সারাদেশে সতর্ক পাহারায় থাকবো। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকবো।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন সেতুমন্ত্রী।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।