দাম কমল ৬৫ টাকা

১২ কেজি সিলিন্ডার গ্যাস এখন ১২৩২ টাকা

রায়হান রাজীব | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩, ০৬:০৯

অবশেষে সিলিন্ডার গ্যাসের দাম কমলো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস—এলপিজির দাম কমেছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের দাম কমিয়ে খুচরা মূল্য এখন ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতদিন ১২ কেজি সিলিন্ডারের মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ১ হাজার ২৯৭ টাকা। সেই হিসাবে কমেছে ৬৫ টাকা। সোমবার থেকেই এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন>>>১২ কেজি সিলিন্ডার গ্যাস এখন ১২৩২ টাকা, দাম কমল ৬৫

সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।

গেল বছরের ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে বেশ কয়েক মাস ধরেই অস্থিরতার মধ্যে রয়েছে এই জ্বালানির দাম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top