ঢাকায় তাপমাত্রা ১২.৭
রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, বইছে হিমেল হাওয়া
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩, ০২:৪১
পৌষের শীতে কাঁপছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ। ঘড়ির কাঁটা বেলা ১২টা অতিক্রম করলেও মেলেনি সূর্যের দেখা । বাতাসে ছিল কনকনে ঠান্ডার অনুভূতি। বিকেল গড়াতেই বয়ে যায় শীতল বাতাস।
দিন ও রাতে শীতের তীব্রতায় জবুথবু ছিন্নমূলসহ সব শ্রেণির মানুষ। গরম কাপড় না থাকায় অনেকের কাটছে নির্ঘুম রাত। কেউ আশায় থাকেন একটা কম্বল পাওয়ার। আবার অনেকে আশা-নিরাশায় না থেকে আগুনের উত্তাপে খুঁজে নেন একটুখানি স্বস্তি।
আরও পড়ুন>>>৭২ হাজার মেট্রিক টন সার আত্মসাৎ: দুদককে অনুসন্ধানের নির্দেশ
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ছটায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্ন ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেয়া হয়েছে। আগের দিন (বুধবার) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস; আর সর্বনিম্ন ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর বলছে, এমন কুয়াশা আরো দু-এক দিন থাকবে। একটানা হয়তো নাও থাকতে পারে। তবে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব কমায় শীত বাড়ছে।
আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে। এটা আরও কমবে। তাপমাত্রা কমার কারণ হলো; রাতের তুলনায় হঠাৎই দিনের তাপমাত্রা কম, ব্যাপক কুয়াশা এবং সূর্যের দেখা না পাওয়া। এসব কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেশ কমেছে।
'ঢাকায় তেমন শীত পড়ে না' কথাটার তীব্র জবাব দিতেই বোধহয় হঠাৎ করে রাজধানী ঢাকায় কনকনে বাতাস নিয়ে জেঁকে বসল তীব্র শীত। দু’দিন আগেও তাপমাত্রা ছিল সহনীয় পর্যায়ে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।