হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখবে সিইসি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৩, ১৩:২৫

হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখবে সিইসি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ আসনের ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের অভিযোগ জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে টেলিফোনে এ নির্দেশ দেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাহমুদ হাসান নিজেই।

মাহমুদ হাসান গণমাধ্যমকে বলেন, 'যেহেতু হিরো আলম ফলাফল নিয়ে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং টিভির টকশোতেও একই অভিযোগ করেছেন। সেটা দেখে সিইসি স্যার আমাকে ফলাফল পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে ফলাফলের সব কপি ঢাকায় পাঠাতে বলেছেন সিইসি।'

আরও পড়ুন: আইসোলেশনে অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখি

তিনি আরও বলেন, 'আমরা পরে ফলাফল আবার যাচাই করে দেখেছি, সব ঠিক আছে। আজ বিকাল ৩টায় হিরো আলম আমাদের অফিসে এসেছিলেন। আমরা তাকে ইভিএম মেশিনের ফলাফলের কপি এবং কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সই করা ফলাফলের কপি দিয়েছি।

এদিকে নির্বাচনের ফলাফলের কপি পেয়ে উপস্থিত সাংবাদিকদের হিরো আলম বলেন, 'এই ফলাফলের কপি নিয়ে আমি হাইকোর্টে রিট করব।'

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top