হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি, চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪১
চলতি বছরে পবিত্র হজে যেতে সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করার তারিখ প্রকাশিত হয়েছে। (বুধবার) ৮ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়ে তা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (৫ ফেব্রুয়ারি) হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিশু হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসুল্লি হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন এবার হজ করার সুযোগ পাবেন। আর এতে সরকারি ব্যবস্থাপনায় খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। আর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিষয়: হজের নিবন্ধন হজযাত্রী Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।