চবিতে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ
রাজিউর রাহমান | প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ২৩:০৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ মোট ১৭ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। রোববার (১২ মার্চ) তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দফতরের মোট ১৭ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগকারীদের মধ্যে ৮ জন সহকারী প্রক্টর আর বাকিরা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষক রয়েছেন।
ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বিভিন্ন সময় গবেষণার কাজ ও একাডেমিক ব্যস্ততার কারণে এ দায়িত্ব থেকে আরও আগেই সরে আসতে চেয়েছিলাম। সর্বশেষ আজ পদত্যাগপত্র জমা দিয়েছি।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, গত ৮ মার্চ প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর শহীদুল ইসলামকে তাদের গবেষণা কার্যক্রমে মনোযোগ দেওয়ার জন্য এ দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলেছি। তারা বলেছেন, ১৫ মার্চের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন। ইতিমধ্যে তারা দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আমি এখন ঢাকায় আছি, ঢাকা থেকে ফিরে প্রক্টরিয়াল বডি পূর্ণাঙ্গ করবো।
বিষয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি প্রক্টর চবি প্রক্টর পদত্যাগ পদত্যাগ পত্র জমা শৃঙ্খলা সিন্ডিকেট News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।