বঙ্গবাজারে আগুন: ৯৯৯ সেবা সাময়িক বন্ধ
রাজিউর রাহমান | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩, ২৩:২২
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে যোগ দেয়। আগুন নেভাতে অংশ নেন ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, বিমান, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও। সর্বশেষ খবরে জানা যায়, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এছাড়া সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, পুলিশ, র্যাব। এমন অবস্থায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা। তাই জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।
এদিকে বঙ্গবাজারের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা বলছেন, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।