দুই দিনে ঢাকা ফিরলেন সাড়ে ৪১ লাখ মানুষ

ফারহানা মির্জা | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ০৬:৪৬

ছবি:সংগৃহিত

মঙ্গলবার (২৫ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।


মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, গেলো ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।

ঈদের দিন ২২ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। আর ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী।

আবার ঈদ শেষে রোববার (২৩ এপ্রিল) ঢাকায় ফিরেছেন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ জন সিম ব্যবহারকারী। সোমবার (২৪ এপ্রিল) ঢাকায় ফিরেছেন ৮ লাখ ৭৮ হজার ৪২ জন সিম ব্যবহারকারী। 


চারটি অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিম ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।

এই পরিসংখ্যান দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন, তা সুস্পষ্ঠভাবে বলা যাবে না।

মোস্তাফা জব্বার বলেন, ‘একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম ব্যবহার করতে পারেন। কিন্তু গড়ে প্রতিজনের কাছে দেড়টা সিম আছে। অর্থাৎ ১৮ কোটি সিমের ব্যবহারকারী ১২ কোটি মানুষ বলে ধরা যায়।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top