আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনা প্রত্যাহার গুজব—স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:৩১
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (৯ নভেম্বর) জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ সংক্রান্ত যা ছড়িয়েছে, তা গুজব। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
এছাড়া, আওয়ামী লীগের লকডাউন বা শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের উদ্বেগ আছে কি না জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “সরকার সেই কর্মসূচি নিয়ে শঙ্কিত নয়।”
তিনি এও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।