রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা, বন্ধ ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৫

ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পূর্বঘোষণা অনুযায়ী, রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে দেশের ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ কর্মবিরতির ঘোষণা দেন।

শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘দশম গ্রেডের দাবিতে’ লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের জন্য তারা শাহবাগের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

শিক্ষক নেতাদের দাবি, এ ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন, যাদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের সময় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষক নেতাকে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ বলেন,

“বিনা উসকানিতে পুলিশ আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়েছে। বহুবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এবার আমরা রাজপথেই দাবি আদায় করে ঘরে ফিরব। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

একইভাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন,

“বারবার আলোচনার পরও দাবি পূরণ হয়নি। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top