ব্রিটিশ প্রধানমন্ত্রীর রোল মডেল শেখ হাসিনা

শাকিল খান | প্রকাশিত: ৬ মে ২০২৩, ২১:৪৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের রোল মডেল বা অনেক বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার স্ত্রী এবং দুই কন্যাও শেখ হাসিনার ভক্ত বলে জানান তিনি।

স্থানীয় সময় শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।  বৈঠকে ৩৫ মিনিট ধরে চলা দুই দেশের নেতারা পারস্পরিক সুবিধা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচি শেষে তার সফর নিয়ে ব্রিফ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘ইউ আর (শেখ হাসিনা) ইন্সপারেশন ফর আস (আপনি আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা)। কথাটি অনেক বার বলেছেন সুনাক।’

সুনাকের দুই মেয়ে শেখ হাসিনার ভক্ত জানিয়ে সাইদা মুনা তাসনিম বলেন, ঋষি সুনাক বলেছেন, তার দুটো ছোট মেয়ে আছে। তারা ও তার স্ত্রী সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত।

ঋষি সুনাক আরও বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশ বহন করছে। ব্রিটেন বুঝতে পারে, এটা অনেক বড় সমস্যা। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দুঃসাহসিক কাজ করেছে।

রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং জনগণকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। রোহিঙ্গা বোঝা এখন অনেক বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top