স্থগিত এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
শাকিল খান | প্রকাশিত: ১৫ মে ২০২৩, ২২:০৯
চলতি মাধ্যমিক ও সমমানের পরীক্ষার মধ্যেই ঘূর্ণিঝড় মোখা আঘাত হেনেছে। এ কারণে একাধিক পরীক্ষা পিছিয়েছে। পেছানো পরীক্ষাগুলো কবে হবে সেটি নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে হবে সে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে।
ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৩ মে’র পর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (১৫ মে) সকালে রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে পিছিয়ে দেয়া হয়েছিল এসএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা। আগামী ২৩ মে সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। এর পরেই পিছিয়ে দেয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তবে পরীক্ষার সময় ও তারিখ পরে জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু মাঝে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ ও ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।