বিশ্ব পরিবেশ দিবস আজ
সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ
রাজিউর রাহমান | প্রকাশিত: ৬ জুন ২০২৩, ০২:৪৩
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য 'প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে'। আর দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে 'সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ'।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে নয়টায় গণভবনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যে এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ শ্লোগানে এবার বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে।
‘পরিবেশ মেলা’ চলবে ৫ থেকে ১১ জুন পর্যন্ত এবং ‘বৃক্ষমেলা’ চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। গোটা বিশ্ব জুড়ে পরিবেশের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। মানুষের বাঁচা মরা দাঁড়িয়ে রয়েছে পরিবেশের অবস্থার উপরেও। একটি ছাড়া অন্যটির বেঁচে থাকা সম্ভব না। অথচ শিল্প বিপ্লবের পর থেকে ক্রমশ বেড়েই চলেছে পরিবেশ দূষণ।
সেই কথা মাথায় রেখেই শুরু হয় এই বিশেষ দিনটি পালন। এই দিনটি পালনের শুরু ১৯৭৩ সাল থেকে। প্রতি বছর কোনও না কোনও নতুন ভাবনা নিয়ে পাশন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।
প্লাস্টিক এমন একটি উপাদান যা নানাভাবে পরিবেশ দূষণ ঘটায়। এটি পুড়িয়ে নষ্ট করতে চাইলে বায়ুদূষণ হয়। যেখানে সেখানে ফেললে মাটি ও জল দূষণ বাড়ে। এমনকী জলের মধ্যে থাকা প্রাণীদের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায় প্লাস্টিক।
দিন দিন বাড়তে থাকা বিশাল পরিমাণ প্লাস্টিক বর্জ্য নিয়ে এবার ভাবার সময় এসেছে। আধুনিক কোন কোন পদ্ধতিতে এই বর্জ্য ঠিকভাবে নষ্ট করা যায়, সেই নিয়ে আলোচনা চলবে।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।