সেই দিনের ভয়াবহ হামলার বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী
শাকিল খান | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৩, ২২:৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিল আমাকে হত্যা করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল রচনা করে আমাকে রক্ষা করেছিলেন।
রবিবার সকালে নবনির্মিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন’ ও ‘তথ্য কমিশন ভবন’ এবং ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, অবৈধভাবে মার্শাল ল জারি করে যারা সরকারে এসে ছিল তাদের মাথায় এসব ছিল না।’
শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতাকে ভোগ করা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার করা এটাই তারা জানতো। গণমানুষের কথা তারা কখনও ভাবেনি। সেটা জিয়াউর রহমানের সরকার হোক, এরশাদ সরকার বা খালেদা জিয়ার সরকার হোক।’
শেখ হাসিনা বলেন, ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট আমরা গঠন করেছি। যন্ত্রশিল্পী থেকে শুরু করে সব শিল্পীদের সহায়তা করেছি। মানসম্মত সিনেমা নির্মাণের সব ব্যবস্থা করেছি। এফডিসি কমপ্লেক্স করছি।’
তিনি বলেন, ‘আমি দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে, তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বারবার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই এ কাজগুলি আমরা করতে পেরেছি। বাংলাদেশে ২০০৯ সাল থেকে আজ ২০২৩ ধারাবাহিক গণতান্ত্রিক সরকার চলছে, দেশে একটা স্থিতিশিলতা চলছে।
যদিও এ সময়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, মানুষের সৃষ্টি দুর্যোগ, অগ্নি সন্ত্রাস অনেক কিছুই মোকাবেলা করতে হয়েছে। কিন্তু তার পারেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।