জাতির পিতার প্রতিকৃতিতে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১, ০৩:০৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদ’। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে অধিদপ্তরের সকলস্তরের কর্মকর্তাবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সহ-সভাপতি এইচ এম বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলে এলাহী, সাংগাঠনিক সম্পাদক জিন্নাত জাহান সাজু, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোঃ মামুন অর রশীদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ ফেরদৌস, দপ্তর সম্পাদক মোঃ শাহীন মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক শবনম মুস্তারি আফতাব, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক- শেখ সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক- এইচ এম নজরুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক- নাসরিন আক্তার, সদস্য- মহিউদ্দিন আহমেদ তালুকদার, সদস্য - মোঃ গোলাম মাওলা, সদস্য- জয়ন্তী প্রভা দেবী, সদস্য - ফয়েজুন নাহার এবং সদস্য মাহফুজুর রহমান জুয়েল।
প্রথমবারের মত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তাদের নির্বাচন অনুষ্ঠিত হয় গেল ০২ জানুয়ারি।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদ ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।