গ্রেপ্তার করলে আত্মহত্যা করবেন তমিজি, ফিরে গেল র্যাব
শাকিল খান | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১৭:৫৪
রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের বাসায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন তিনি। পরে তাকে গ্রেপ্তার না করে ফিরে যান র্যাবের সদস্যরা।
এদিন রাত সাড়ে ১১টার দিকে তমিজি হককে গ্রেপ্তার না করার বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, রাত ৯টার দিকে র্যাব–১ এর একটি দল আদম তমিজি হকের বাসায় অভিযান শুরু করে। একপর্যায়ে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দেন তমিজি হক। এমনকি স্ত্রীকেও হত্যার হুমকি দেন তিনি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি।
তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।
১৩ নভেম্বর দেশে ফিরেন তমিজি হক। এমন খবরে বৃহস্পতিবার তার বাসায় অভিযান চালায় র্যাব। গুলশানের ১১১ নম্বর রোডের ৮নম্বর ওই বাসাটি ঘিরে রেখেছিল সংস্থাটি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।