বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি কাজে দেবে না: তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:১২

সংগৃহীত

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপি-কে নির্বাচনী সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গত ১ নভেম্বর ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ বলেছে, যেহেতু এই নির্বাচন বিশ্বাসযোগ্য নয়, তাই নির্বাচনী সহযোগিতা এবং ‘ব্যালট প্রজেক্ট’ স্থগিত করা হোক।

আওয়ামী লীগ আরও দাবি করেছে, ইউএনডিপির এই সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, জাতিসংঘ নিজস্ব প্রক্রিয়া অনুসারে কাজ করে এবং কোনো রাজনৈতিক দলের অনুরোধ বা চাপের ভিত্তিতে তারা তাদের অবস্থান বদলায় না।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top