যমুনায় জামায়াতসহ ৮ দল: স্মারকলিপি নিলেন আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৯

সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলগুলো যমুনায় পৌঁছায়। আদিলুর রহমান জানান, সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের মধ্যে সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছানোর সময় দিয়েছে।

আট দলের মূল দাবিগুলো হলো: নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনে সমান সুযোগ, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিল এই মিছিল। তবে পরে প্রতিনিধি দল যমুনায় পৌঁছাতে সক্ষম হয়। প্রতিনিধিদলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top