বাকীতে পেট্রোল না দেওয়ায় সাবেক এসআই মধুসূধণের কাণ্ড
শাকিল খান | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬
মোটরসাইকেলের জন্য বাকিতে এক হাজার টাকার পেট্রোল চেয়েছিলেন খুলনা সিআইডির সাবেক উপপরিদর্শক (এসআই) মধুসুদন বর্মন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ দিতে রাজি না হওয়ায় কর্মচারীদের কাছ থেকে পাম্পের নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রল ছিটান তিনি। এ সময় মধুসুদন ওই পাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেন।
গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে খুলনার গল্লামারীতে অবস্থিত মেট্রো ফিলিং স্টেশনে। ওই পাম্পের বিভিন্ন সিসিটিভির ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। ওই ঘটনায় পাম্পের মালিক শেখ মাসুদ হোসেন লবণচরা থানায় একটি মামলা করেছেন।
জানা গেছে, সিআইডি পুলিশের পরিচয় দিয়ে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে একটি মোটরসাইকেলে মধুসুদনসহ দুইজন মেট্রো ফিলিং স্টেশনে আসেন। মধুসূধন নিজের পরিচয় দিয়ে পাম্প কর্মচারীদের কাছে এক হাজার টাকার পেট্রল বাকিতে ভরে দিতে বলেন। কিন্তু কর্মচারীরা রাজি না হওয়ায় তাদের মারধর করে জোর করে মোটরসাইকেলে তেল নিয়ে আশপাশে ফেলে দেন তিনি। মধুসুধন বর্মন একপর্যায়ে আগুন নিয়ে পাম্প জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। পাম্প কর্মচারীরা ঘটনাটি দ্রুত স্থানীয় থানায় জানালে মধুসুধন সটকে পড়েন।
সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন বলেন, মধুসুদন বর্মন একসময় খুলনা সিআইডিতে কর্মরত ছিলেন। কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের জন্য ২০২০ সালে তাকে বরখাস্ত করা হয়। এখন তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।