বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ

শাকিল খান | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১৩:৪০

ছবি: সংগৃহীত

আজ ছুটির দিন শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকার একিউআই স্কোর অবিশ্বস্যরকম বেশি। হালকা শীত থাকায় সকাল থেকে রাস্তায় লোকচলাচল যথেষ্ট কম হলেও সকাল সোয়া ৯টায় বায়ুমান সূচক একিউআই-এ ৪৩৯ স্কোর নিয়ে ঢাকার অবস্থান শীর্ষে। যা কিনা ঢাকার ইতিহাসে সবচেয়ে দূষিত বাতাসের সূচক স্পর্শ করল।

একইসময়ে ৩২৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৩৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ২৩০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি ।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top