চড়া বাজার মূল্যে কমেছে ভোক্তার ক্রয় ক্ষমতা!
রাশেদ রাসেল | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১৪:৫৭
কিছু দিন ধরেই বাজার মূল্য চড়া। অসহায় হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারা।
এই প্রভাবে চলমান রমজানেও ইফতার ও সাহরির আয়োজনে ফলসহ বিভিন্ন খাদ্যপণ্য কেনা কমিয়ে দিয়েছে ভোক্তা সাধারণ। চার থেকে পাঁচ শ টাকার একটি তরমুজ একা কেনার সামর্থ্য খুব কম ভোক্তারই আছে। তাই কয়েকজন মিলে ভাগ করে কিনছেন তরমুজ। যিনি আগে একসঙ্গে এক কেজি খেজুর কিনতেন, এখন পরিমাণ কমে এসেছে আড়াই শ থেকে পাঁচ শ গ্রামে।
মাল্টা ও আপেলের মতো ফল একটি-দুটি করে কিনতে দেখা যাচ্ছে। বাজার বিশ্লেষক বলছেন, বাজারে খাদ্যপণ্যের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়েছে। বাজারে খেজুরসহ বিভিন্ন ফলের বাড়তি দামের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে অতিরিক্ত শুল্কায়ন ও ডলারের বিপরীতে টাকার বড় ব্যবধানের কারণেই এবার দেশের বাজারে ফলের দাম বাড়তি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।