মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নির্বাচনে শুধু উপস্থিতি নয়, এবার চাই নিরপেক্ষতা: কড়া বার্তা সিইসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১৬:৪৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে এবার এক ব্যতিক্রমী বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার—এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—বিগত তিনটি জাতীয় নির্বাচন ‘বৈধ’ বলেছিলেন যেসব বিদেশি পর্যবেক্ষক—তাঁদের এবার আর আমন্ত্রণ জানানো হবে না।

এই বক্তব্য দিয়েছেন মঙ্গলবার, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে এক বৈঠক শেষে। সিইসি বলেন—অনেক পর্যবেক্ষক এবার আসতে চাইছেন, ইউরোপীয় ইউনিয়ন চিঠি দিয়েছে। তবে আমরা ঠিক করেছি—যাঁরা আগের নির্বাচনে শুধু ভালো সার্টিফিকেট দিয়েছেন, তাঁদের আর নেব না। অর্থাৎ এবার নির্বাচন কমিশন শুধু উপস্থিতি নয়, বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পর্যবেক্ষকদের বেছে নিতে চায়।

বৈঠকে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়—যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স -এর অপব্যবহার, ভোটার সচেতনতা, প্রশিক্ষণ কর্মসূচি, এমনকি ব্যালট সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। কানাডার পক্ষ থেকে বলা হয়েছে—তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশের নির্বাচন কমিশনের ‘কমিটমেন্ট’ দেখে সন্তুষ্ট। এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top