আমি খালেদা জিয়া বলছি—ভয়েস নকল করে ২৬ কোটি টাকা প্রতারণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১১:৪১

আমি খালেদা জিয়া বলছি- এই কণ্ঠে কেউ ফোন করলেই কাঁপত প্রান্তের মানুষটি! আর সেই ভয়েই একের পর এক মানুষ দিত কোটি কোটি টাকা! এই ভয়ংকর প্রতারণার গল্প শুনলে আপনি হতবাক হবেন! এবং এটা কোনো সিনেমা নয়—এই ঘটনা বাস্তব!
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউ—সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, এক ব্যক্তি—মোতাল্লেছ হোসেন, খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন! মাত্র ১১ মাসে!
শুধু রাজধানীর গুলশানের সিটি ব্যাংকে তিন মাসে জমা পড়ে ৬ কোটির বেশি টাকা! বিএফআইইউ অনুসন্ধান চালিয়ে দেখে—মোতাল্লেছ ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক অ্যাকাউন্টেমোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ২০২৩-২৪ সালে তার রিটার্নে দেখানো সম্পদ? মাত্র ৩৪ লাখ! এই অর্থের কোনো ব্যাখ্যাই দিতে পারেননি মোতাল্লেছ।
রিপোর্ট বলছে—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভয়েস নকল করে ফোন দিতেন এই প্রতারক। কোনো নেতা, ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তি ফোন পেলেই ভেবে নিতেন, খোদ খালেদা জিয়া চাইছেন কিছু! আর তার জন্য টাকা দেওয়া হয়ে যেত চোখের পলকেই! এই মোতাল্লেছ হোসেন বর্তমানে পলাতক।
চমকপ্রদ তথ্য—মোতাল্লেছের ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসেবে আছেন তার ভাই (কাজিন)— একজন অতিরিক্ত ডিআইজি, বর্তমানে নৌ পুলিশে কর্মরত! যদিও মোতাল্লেছ গণমাধ্যমে দাবি করেছেন, সব অভিযোগ মিথ্যা—সরকারি কিছু কর্মকর্তা তাকে ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে অন্যতম অভিনব এবং ভয়ংকর প্রতারণা এটি—একজন জাতীয় নেত্রীর কণ্ঠ নকল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।