• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিবর্ণ ঈদের শঙ্কায় কেমন আছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা?

রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ০৯:৫৭

ছবি: সংগৃহীত

চিরচেনা বঙ্গবাজারের রূপ পাল্টে গেছে। ক্রেতাদের নেই আগের মতো সেই আনাগোনা। নেই বিক্রেতাদের হাঁকডাক-কর্মব্যস্ততা। প্রতিদিনের দোকান-খরচ ওঠাতেই হিমশিম ব্যবসায়ীদের।

দোকানিরা ভাবছিলেন, চৌকিতে দোকান পুনরায় চালু করলে অন্তত তিনভাগের একভাগ কাস্টমার পাওয়া যাবে, কিন্তু আগের তুলনায় ৫-১০ শতাংশও বিক্রি হচ্ছে না।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত সারিয়ে ব্যবসায় ফিরলেও এখানকার বণিকদের দাবি, এবার তাদের পাইকারি ব্যবসা জমেনি। খুচরায়ও ঢিলেঢালা বাণিজ্য হচ্ছে। ঈদের বাজারেও প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য না বাড়ায় হতাশ তারা।

গত রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে আগুনে পুড়েছিল বঙ্গবাজার। এরপর বছরজুড়ে নানা সমস্যার মধ্যে ঢাকার এই বাজারের পোশাক ব্যবসায়ীরা অস্থায়ী ভিত্তিতে ব্যবসা চালালেও এবারেও ঈদবাজার জমাতে পারেননি।

২০২৩ সালের ৪ এপ্রিল আগুনে নিঃস্ব হয়ে যায় এখানকার দোকানিরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে, আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া সব মিলিয়ে ৩ হাজার ৮৪৫টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

গণমাধ্যমের তথ্যানুযায়ী, বঙ্গবাজারে সব মিলিয়ে ৩০৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মার্কেটগুলোর কাঠামোগত ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ টাকা। আর মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮৮ কোটি টাকার বেশি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top