শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ঢাকার বুকে প্রকাশ্যে খুন, সোহাগ হত্যা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৫:০২

ছবি: সংগৃহীত

পুরান ঢাকা—মিটফোর্ড। একজন সাধারণ ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। বুধবার, ৯ জুলাই, দুপুরের ঠিক বুকে ঘটে যায় এক ভয়ংকর দৃশ্য—শত শত মানুষের সামনে তাকে কংক্রিটের ব্লক দিয়ে থেঁতলে হত্যা করা হয়।

ভিডিও ভাইরাল হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। মানুষ বিস্ময়ে জিজ্ঞেস করে—এটা কি বাংলাদেশ? এটা কি ঢাকা শহর? এই নারকীয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। তাদের একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল।

অভিযোগপত্রে নাম এসেছে যুবদল ও ছাত্রদলের বহিষ্কৃত নেতাদেরও। সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন—এই মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে—দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২-এর অধীনে।

পুরান ঢাকার মিটফোর্ড—যেখানে ব্যবসা-বাণিজ্য আর হাসপাতালের ব্যস্ততা, সেখানেই যেন এক রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের দল। এবার সোহাগের মৃত্যুই সেই রাজত্বের পরিণতি ডেকে আনছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে—আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এই হত্যার নেপথ্যের মাফিয়াতন্ত্রকেও চিহ্নিত করার চেষ্টা চলছে।

এই ঘটনা প্রমাণ করেছে—দিনদুপুরে কেউ নিরাপদ নয়, যদি বিচার বিলম্বিত হয়। কিন্তু এবার সরকার বলছে—দ্রুত বিচার হবে, বিচার হবে দৃষ্টান্তমূলক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top