বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, দেশে ফিরছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৫:৪৫

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত—এই ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। গতকাল শুক্রবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন—মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। বর্তমান সরকার যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে—বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে এবং জনগণের ভোটে আবারো ক্ষমতায় আসবে।
আরও চমকপ্রদ তথ্য—তিনি জানিয়েছেন, বহুদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তাঁর ভাষায়—যে অন্যায় করুক, তার বিচার বাংলার মাটিতেই হবে।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন—কোন দলকে কোন প্রতীক দেবে, সেটা নির্বাচন কমিশনের নিজস্ব বিষয়। আমরা তার হস্তক্ষেপে বিশ্বাস করি না। এই সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ আরও অনেকে।
বিষয়: বিএনপি নির্বাচন তারেক রহমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।