পদ্মা সেতু পরিদর্শন করলেন ভুটানের রাজা

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ১৭:১৬

ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৭ মার্চ) সকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন।

আজ সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জাজিরা প্রান্তের টোল প্লাজার নিকট সার্ভিস এরিয়া টু’তে অবস্থান করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। এসময় পদ্মা সেতু পরিদর্শন করে শরীয়তপুর সার্ভিস এরিয়া টু’তে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় পদ্মা সেতুর উপর দিয়ে সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা।

সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top