৮ বছর পর জামায়াতের ইফতার পার্টিতে বিএনপি নেতারা
রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১২:৩১
দীর্ঘ ৮ বছর পর জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি।
শনিবার (৩০ মার্চ) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে ইফতারের আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাসহ দলটির ১৮ জন নেতা অংশ নেন। জামায়াতের ইফতারে আমন্ত্রিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন না।
এর আগে, ২০১৫ সালে একই হোটেলে জামায়াতের ইফতারে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরের বছর জামায়াত ইফতার পার্টির আয়োজন করলেও পুলিশের বিধিনিষেধে বাতিল হয়ে যায়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। একপর্যায়ে জামায়াতকে নিয়ে গঠিত ২০ দলীয় জোট ভেঙে দেয় বিএনপি। এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হতে দেখা যায়নি। গত বছর বিএনপির ইফতারে জামায়াতকে দাওয়াত দেওয়া হয়নি। এবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতারে জামায়াতের আমিরসহ শীর্ষ চার নেতা যোগ দেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।