দূষিত শহরের তালিকায় শীর্ষে কোন শহর?

রায়হান রাজীব | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪, ১২:০২

ছবি: সংগৃহীত

বিশ্বের বড় শহরগুলোর সঙ্গে পাল্লা দিয়ে রাজধানী ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। মেগাসিটি ঢাকার ২ কোটিরও বেশি বাসিন্দা এই বিপজ্জনক বায়ুদূষণের মধ্যে বসবাস করছেন।

তবে আজ সোমবার সকালে গত সপ্তাহের তুলোনায় ঢাকার বাতাসের মানে উন্নতি দেখা গেছে। সকাল ৯টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৩৮ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১২ নম্বরে।

তবে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকি রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাসে। ১৭৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে শহরটি। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৬৫। আর ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। একই সঙ্গে ১৫৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top