বাজেট অধিবেশন সংসদ এলাকায় মানতে হবে যেসব বিধি-নিষেধ

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ জুন ২০২৪, ১৪:২৫

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উপস্থাপিত হচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট। আজ বৃহস্পতিবারবিকেল ৩টায় নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি বাংলাদেশের ৫৩তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।

অধিবেশন চলাকালে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বুধবার থেকে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৪ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবেঃ

সংসদের এ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও ডিএমপির ওই আদেশে বলা হয়।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top