কুর্মিটোলায় পৌঁছেছে টিকা, প্রয়োগের অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১, ২১:৫৬
নানা আলোচনা সমালোচনার পর দেশে শুরু হচ্ছে মহামারি করোনার প্রতিষেধক টিকা প্রয়োগ। ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ডের টিকাদান কর্মসূচি বুধবার বিকাল তিনটায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যে নির্ধারিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছে গেছে টিকা। ইপিআই বিভাগ সকালে ২০০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা নামে একজন নার্সকে প্রথম টিকা দেয়ার কথা রয়েছে। গণভবন প্রান্ত থেকে প্রথম পাঁচজনকে টিকা দেয়া দেখবেন সরকারপ্রধান।
এদিকে টিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তৈরি করা হয়েছে মঞ্চ।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।