মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
শাকিল খান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১৬:৩২
ঢাকাস্থ মার্কিন দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার দুপুর ২টা ২২ মিনিটে দূতাবাসে প্রবেশ করেন তিনি। খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ফিঙ্গারপ্রিন্ট দিতে দেশটির দূতাবাসে গেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। প্রথমে তিনি লন্ডনে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন।পরে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানা গেছে।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদ্রোগ, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।