সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পদ্মায় বৈঠকে ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিব

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫

ছবি: সংগৃহীত

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন ও ভারত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হচ্ছে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট সোমবার সকাল ৯টার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করে কূটনৈতিক সূত্র।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের সাম্প্রতিক কূটনীতিক টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তা এ সফরে দুই দেশের তরফ থেকে দেয়া হবে বলে জানা গেছে। বিকেল সাড়ে ৩টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top