শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

Nasir Uddin | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করে না অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে ইতোমধ্যে আমরা সরে এসেছি। জাতীয় স্বার্থ সামনে রেখে দু’দেশের পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশনবিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভারতীয় অপপ্রচার নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আপনারা দেখেছেন, ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশে এসেছেন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে তাঁর বৈঠক হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ভারত। তবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন। আমাদের দিক থেকে জানিয়েছি গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দিতে এবং তিনি যে ভারতে বসে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন, সেগুলো বন্ধ করতে। পাশাপাশি ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো চালানো কঠিন হয়ে পড়ছে। এখন কর্মকর্তারা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোয় দায়িত্ব পালন করছেন। এতে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। এরপরও তাঁরা মানুষের সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যানও বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন জরুরি। তবে এখানে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে। এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তিনি এ নিয়ে কথা বলবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম শেষ করলে তাঁরা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন।

বার্ডের এই কর্মশালায় দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের এলজিআরডি মন্ত্রণালয়, বার্ড ও আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় ১২টি দেশের ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাম্বিয়া, ওমান, নামিবিয়া, কেনিয়া, ঘানা, গাম্বিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top