বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৫:১৩

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ সোমবার ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে।

চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মামলার পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ পুলিশের ৮ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে হত্যা করে লাশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় একজনকে জীবন্ত অবস্থাতেও পুড়িয়ে মারা হয়।

ট্রাইব্যুনাল শুনানি শেষে আদালত প্রিজনভ্যানে হাজির আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। মামলাটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই রায় বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top