শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কিছুটা সময় লাগতে পারে: উপদেষ্টা মাহফুজ

Nasir Uddin | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৫, ১৯:৩৮

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কিছুটা সময় লাগবে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্রদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না, খুব দেরি হবে না, আবার অতি বিলম্বও করা হবে না। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য সংগঠন কথা বলছে। সরকার মনে করে, তারা ঘোষণা করলে ইউনিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সরকার সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে জানাবে, কবে এবং কিভাবে ঘোষণাপত্র দেওয়া হবে।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, শিক্ষার্থীদের দাবি ১৫ জানুয়ারি থাকলেও যেহেতু সবার সঙ্গে কথা হবে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। ইনফর্মালি অনেকের সঙ্গেই কথা হয়েছে। ফর্মালি আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব। ঘোষণাপত্রে গত ১৬ বছরের সব বিষয় তুলে ধরা হবে। ৭২–এর সংবিধান বাতিলের বিষয়ে শিক্ষার্থীদের দাবি আছে, কিন্তু অনেক রাজনৈতিক দলের ভিন্ন মত আছে।

মাহফুজ আলম বলেন, সংবিধানের প্রশ্নে একটাই করণীয়, তা হলো ঐক্য। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান।

সরকারের এ উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগন নাগরিক সেবা পাচ্ছে না। তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নির্বাচনসংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top