দেশ অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্যে দিয়ে যাচ্ছে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
বার্তাকক্ষ | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৮:৫৭

দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যা এর আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (১১ মার্চ) অর্থ মন্ত্রণালয়ে তার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রণালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যা এর আগে কখনো হয়নি।
ইন্দোনেশিয়াসহ যেসব দেশ এমন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে, বাংলাদেশের অবস্থা এখন তার থেকেও নিচে।’
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হবে। যোগ্যতা অর্জনের সূচকগুলো নিয়ে সন্দেহ আছে। এ বিষয়ে একটি কমিটি হয়েছে।
তিনি আরো বলেন, অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ ব্যাংকিং খাত ঠিক করাকে অগ্রাধিকার ধরে কাজ শুরু করতে চাই।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের কাজ অনেক ব্যাপ্তি, সে জন্যই আমার উপদেষ্টার সাথে কাজ করার সুযোগ হয়েছে। যেটা আমি পরিপূর্ণভাবে কাজে লাগাব।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।