সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রাণ গোপাল দত্তের কন্যা অনিন্দিতাকে হেনস্তার চেষ্টা, কয়েক ঘণ্টা অবরুদ্ধ

রাজীব রায়হান | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১১:৫২

ছবি: সংগৃহীত

বিএসএমএমইউ। বর্তমানে যেটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তারই কন্যা বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্ত। তাকে নিয়েই রোববার (১৬ মার্চ) দুপুরের ঘটনা।

একদল লোক অনিন্দিতা দত্তকে ক্যানসার ভবনে তাঁরই কার্যালয়ে আটকে রাখেন। অবরুদ্ধ করে তাকে হেনস্তা করার চেষ্টা করেন। ঘটনার এক পর্যায়ে সেনাবাহিনী আসে। তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। অনিন্দিতা দত্তের অভিযোগ, ঘটনার পেছনে কুমিল্লার চান্দিনার একজন বাসিন্দার হাত রয়েছে। এটি প্রাণ গোপাল দত্তের নির্বাচনী এলাকা।

বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার ভাষ্য, অনিন্দিতা দত্তকে নাজেহাল করার জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অনেক মানুষ জড়ো হয়েছিল, অনেকটা মবের মতো।

অনিন্দিতা গণমাধ্যমকে বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চিকিৎসক, শিক্ষক ও কর্মচারী–কর্মকর্তাদের সহাযোগিতায় তিনি মবের হাত থেকে রক্ষা পেয়েছেন। একপর্যায়ে সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করেছে।

এমন ঘটনা কেন ঘটল বা এর পেছনে কারা আছেন। এমন প্রশ্নের জবাবে অনিন্দিতা বলেন, সজল কর নামের এক ব্যক্তি ঘটনার পেছনে আছেন। ৫ আগস্টের পর থেকে সজল কর তাঁদের পরিবারকে নানাভাবে নাজেহাল করছে। একইসঙ্গে অর্থ দাবি করে আসছেন।

গণমাধ্যমের মুখোমুখি হন সজল কর। তিনি বলেন, সরকার পতনের পর তিনি প্রাণ গোপাল দত্তের নামে পাঁচটি মামলা করেছেন। এর কোনোটিতে অনিন্দিতা দত্তের নামও আছে। সমঝোতার ব্যাপারে অনিন্দিতা দত্ত তাঁকে বিশ্ববিদ্যালয়ে আসতে বলেছিলেন। তবে মানুষ জড়ো করার ব্যাপারে তিনি জড়িত নন। জবাবে অনিন্দিতা দত্ত বলেন, সজল করকে তিনি কোনো দিন দেখেননি। বিশ্ববিদ্যালয়ে আসার কথাও তাঁকে বলেননি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top