বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
Nasir Uddin | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫, ১৩:২১

বিশ্বজুড়ে ভ্রমণ, নাগরিক অধিকার ও কর সুবিধার নিরিখে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী—সে বিষয়টি প্রতিবছর মূল্যায়ন করে থাকে আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট। ২০২৫ সালের জন্য হালনাগাদ করা তাদের সর্বশেষ সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেল আয়ারল্যান্ড, যা উত্তরপশ্চিম ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র। আর বাংলাদেশ রয়েছে অনেক পিছিয়ে, ১৮১তম অবস্থানে।
বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট এক ধাপ এগিয়ে ১৮১তম অবস্থানে বাংলাদেশ, যা গত বছর ছিল ১৮২তম। নোমাড ক্যাপিটালিস্টের এই সূচক পাঁচটি গুরুত্বপূর্ণ দিক—ভিসা-মুক্ত ভ্রমণ, বিদেশে বসবাসকারী নাগরিকদের করনীতি, দ্বৈত নাগরিকত্বের সুযোগ, এবং ব্যক্তিগত স্বাধীনতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এই সূচক অনুযায়ী, আয়ারল্যান্ড পেয়েছে ১০৯ স্কোর। তাদের পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। আর বাংলাদেশ মাত্র ৩৮ স্কোর অর্জন করেছে এবং তার পাসপোর্টধারীরা বিশ্বের ৫০টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে নেপাল (স্কোর ৩৯.৫) এবং নিচে রয়েছে মিয়ানমার (স্কোর ৩৭.৫)। ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫), আর পাকিস্তান রয়েছে ১৯৫তম স্থানে (স্কোর ৩২)। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে স্পষ্ট বোঝা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম দুর্বল অবস্থানে রয়েছে।
আর সবচেয়ে দুর্বল (১৯৯তম) পাসপোর্টের দেশ হিসেবে এ তালিকায় স্থান পেয়েছে আফগানিস্তান। দেশটির আগের তিনটি দেশ যথাক্রমে ইরাক, ইরিত্রিয়া এবং ইয়েমেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।