মাসুকা মিস, আমি আপনাকে ভালোবাসি—এক শিশুর শোকচিত্র
মাইলস্টোন ট্র্যাজেডি: শিশুর আঁকা ছবিতে ফুটে উঠছে ভয়াবহ স্মৃতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৮

মাইলস্টোন ট্র্যাজেডি— যেখানে স্কুলের দেয়ালে শুধু আঁকা হয়নি ছবি, আঁকা হয়েছে কান্না এবং হারানোর অসহায়তা। ২১ জুলাই, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। ঘটনাটি মুহূর্তেই রূপ নেয় এক ভয়াবহ দুর্ঘটনায়—অগ্নিদগ্ধ হন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এখন স্কুলের দেয়ালে শিশুর আঁকা ছবি—আগুনে পুড়ে যাওয়া বিমান, আতঙ্কিত মুখ, আর এক চিরকুট—মাসুকা মিস, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসা সেই শিক্ষিকার প্রতি, যিনি প্রাণ হারিয়েছেন ঐ দুর্ঘটনায়। দুর্ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ক্লাস। চলছে ট্রমা কাউন্সেলিং। শিশুদের কেউ রাতে ঘুমাতে পারে না, কেউ আঁতকে ওঠে বিমানের শব্দে।
এক শিক্ষার্থী জানায়—চোখের সামনে ভাইবোনদের আগুনে পুড়তে দেখেছি, কিছুই করতে পারিনি এই কষ্ট ভুলতে পারি না। বাংলাদেশ বিমানবাহিনী স্কুল ক্যাম্পাসেই চালু করেছে চিকিৎসা শিবির। কাউন্সেলিং পাচ্ছে শোকাহত পরিবার ও শিক্ষার্থীরা। এ পর্যন্ত ১৭২ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে অন্তত ১৮ জনকে।
বার্ন ইনস্টিটিউটে এখনো ৩২ জন ভর্তি। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর, বাকিরা ধীরে ধীরে সেরে উঠছেন। দুঃসংবাদের ভিড়ে আশার আলো—নতুন করে কোনো মৃত্যুর খবর নেই। এই ট্র্যাজেডি আমাদের চোখে জল এনে দিয়েছে, কিন্তু শিশুদের চোখ থেকে যেন কখনও ভালোবাসার ছবি হারিয়ে না যায়...।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।