সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দুই পক্ষের সংঘর্ষে যেভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৪৮

ছবি: সংগৃহীত

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা। বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার ঘটনা। যেটি এখন টক অব দ্য কান্ট্রি। জানা যায়, ঘটনার দিন জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন।

ওই সময় সেখানে তিনজন মেয়ে শিক্ষার্থী ছিলেন। ওই মেয়েদের ইভটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে। কিন্তু মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেকে নিয়ে আসেন এবং পারভেজের ওপর হামলা চালান।

এ সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাত পান। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

এ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জড়িত বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এদিকে পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, রোববার দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।

আটকরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাঁদের উপস্থিতি দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন মামলার এজাহারভুক্ত আসামিদের ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

এরআগে, রোববার ভোরে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নামে ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামালা করা হয় ।

রাসেল সারোয়ার বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁরা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top