বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় তিনি দল, মত, ধর্ম, নির্বিশেষে প্রতিটি নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদেরও সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং মা-বোনদের প্রতি সশ্রদ্ধ সালাম জানান।
তারেক রহমান অভিযোগ করেন, শোষণমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় বারবার মাটিচাপা দেওয়া হয়েছে। আগ্রাসী শক্তির চক্রান্ত এখনও চলমান। ক্ষমতা জবরদখলকারীরা একের পর এক প্রহসনের নির্বাচন করেছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে।
তবে তিনি বলেন, ফ্যাসিস্টদের হাত থেকে মাতৃভূমি রক্ষায় ছাত্র-জনতার দুনিয়া-কাঁপানো আন্দোলনে ইতিহাসের এক নিষ্ঠুরতম একনায়কের পতন হয়।
তিনি আশা প্রকাশ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনকল্যাণমুখী সরকার গঠনের পরিবেশ নিশ্চিত হবে। এই বিজয়ের দিনে তার অঙ্গীকার, 'আমরা বিভাজন ভুলে, হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে থাকব।'
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।